রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:১৩ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন-২০২২ সংরক্ষিত মহিলা আসন নং-০৫ (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) সাধারণ সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম তথা ফুটবল মার্কার সমর্থনে সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর রোববার সকালে উপজেলার আমিরাবাদ রাজঘাটাস্থ সুমাইয়া গার্ডেনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবিরের সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,আওয়ামী লীগ নেতা এইচ গণি সম্রাট, এসএম আবদুল জব্বার,চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, পুটিবিলা ইউপির চেয়ারম্যান, পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন,কলাউজান ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুুহাম্মদ হেলাল উদ্দিন, কেঁওচিয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ওসমান আলী,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও,বাণিজ্য বিষয়ক সম্পাদক মুুহাম্মদ আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ন কবির।
নির্বাচনী মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন জেলা পরিষদের মহিলা আসন নং-০৫ (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) সাধারণ সদস্য পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সহধর্মীনি সুরাইয়া খানম।
বক্তারা জানান,সুরাইয়া খানম লিলি আমাদের লোহাগাড়ার মেয়ে, লোহাগাড়ার পুত্রবধু। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ফুটবল প্রতীকে সুরাইয়া খানমকে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ।আমরা চাই আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সকলের পছন্দের প্রার্থী সুরাইয়া খানমকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবো।
জেলা পরিষদের মহিলা আসন নং-০৫ (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) সাধারণ সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম বলেছেন, আমি আপনাদের মেয়ে, আমি লোহাগাড়ার পুত্রবধু। আমার স্বামী রিদুওয়ানুল হক সুজন দীর্ঘদিন রাজনীতি করেছেন। আমার স্বামী এ নির্বাচনে আমাকে অনুপ্রেরণা জুড়িয়েছেন, সাহস দিয়েছেন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে এবং নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ। ভোট একটি পবিত্র আমানত, আপনারা সকলে সচেতন। আপনারা আমার প্রতীক, আপনাদের পছন্দের প্রতীক ফুটবল প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন এটা আমি দৃঢ় বিশ্বাস করি। আর আমি অত্যন্ত আশাবাদি আগামী ১৭ অক্টোবর নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন জনপ্রতিনিধিরা, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।