বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:০৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মিসেস সুরাইয়া খানম।
সে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ রিদুওয়ানুল হক সুজনের সহধর্মীনি।
১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী,সহ-সভাপতি শ্রী নিবাস দাস সাগর,কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু,পুটিবিলা ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর হোসেন মানিক,আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন,চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ,চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ গনি সম্রাট, নুরুল আলম জিকু,মিয়া মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, ,লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানু হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, লোহাগাড়া উপজেলা যুবলীগের ওবায়দুল,জাবেদ করিম,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুুহাম্মদ জয়নাল আবেদীন মেম্বার, অর্থ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন প্রমূখ।
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম জানান, নারীরা এখন পিছিয়ে নেই, নারীরা অনেক এগিয়ে। নারীদের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি অত্যন্ত আশাবাদী আগামী নির্বাচনে চেয়ারম্যান ও সকল মেম্বারগণ আমাকে বিপুল ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে লোহাগাড়া বাসীর সেবা করে যাবে এবং নারীদরর কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।
সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য পদপ্রার্থী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুুহাম্মদ রিদুয়ানুল হক সুজনের সহধর্মীনি মিসেস সুরাইয়া খানম সকলের কাছে দোয়া,সহযোগীতা কামনা করেছেন।