বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৫১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া থেকে প্রথম বিজয়ী সংরক্ষিত মহিলা সদস্য, (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী), লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক মেধাবী ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজনের সহধর্মিণী সুরাইয়া খানমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসীরা।
১৭ অক্টোবর বিকেলে বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি ও বিশিষ্ট শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শাহাব উদ্দিন, ইউপি সদস্য ওসমান গণি,আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক রুবেল, মহিলা নেত্রী বুলবুল আকতারসহ অন্যানারা।
নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম জানান, এ বিজয় লোহাগাড়ার মানুষের বিজয়, লোহাগাড়ার মানুষ আমাকে সম্মানিত করেছে। আমি খুব বেশী আশাবাদি ছিলাম, জনপ্রতিনিধিরা আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। স্বামীর অনুপ্রেরণা আমাকে অনেক সাহস জুগিয়েছে।আমি আমার ভোটারসহ সংশ্লিষ্ঠ সকলের কাছে চিরকৃতজ্ঞ। বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার সুর্যসন্তান, ব্যারিষ্টার বিপ্লব দাদা এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকলের দোয়া নিয়ে আগামীতে লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালির এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাবো ইনশাল্লাহ।