বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়ার মেয়ে সুরাইয়া খানমের বিজয়

প্রকাশিত : ৬:৫৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রাম জেলা পরিষদ,নির্বাচনে লোহাগাড়ার মেয়ে হিসেবে সংরক্ষিত মহিলা আসন (লোহাগাড়া-সাতকানিয়া- বাঁশখালী) থেকে ফুটবল প্রতীক নিয়ে ১৯১ ভোট পেয়ে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজনের সহধর্মীনি, সুরাইয়া খানম। তার নিকটতম প্রার্থী সাবেক মহিলা সদস্য শাহিদা আক্তার জাহান(হরিণ প্রতীক) ভোট পেয়েছেন ১৯০ ভোট।

নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সুরাইয়া খানম জানান, এ বিজয় লোহাগাড়ার মানুষের বিজয়, লোহাগাড়ার মানুষ আমাকে সম্মানিত করেছে। আমি খুব বেশী আশাবাদি ছিলাম, জনপ্রতিনিধিরা আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। স্বামীর অনুপ্রেরণা আমাকে অনেক সাহস জুগিয়েছে।আমি আমার ভোটারসহ সংশ্লিষ্ঠ সকলের কাছে চিরকৃতজ্ঞ। বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার সুর্যসন্তান, ব্যারিষ্টার বিপ্লব দাদা এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকলের দোয়া নিয়ে আগামীতে লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালির এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাবো ইনশাল্লাহ।

আরো পড়ুন