বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক মেধাবী ও পরিচ্ছন ছাত্রনেতা, এটিএম পেয়ারুল আলমের সমর্থনে তথা আনারস প্রতীকের সমর্থনে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, লোহাগাড়ার সকল চেয়ারম্যান, মেম্বারগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্কের হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
মতবিনিময় সভায় মুঠোফোনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী , বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক মেধাবী ও পরিচ্ছন ছাত্রনেতা, এটিএম পেয়ারুল আলম।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল(অটো-রিক্সা প্রতীক), জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী, সাংসদের একান্ত সচিব,তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী(ঘুড়ি প্রতীক),জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম(ফুটবল প্রতীক) , শাহিদা আকতার জাহান,রুকসানা আকতার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএম মামুন, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন,চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী,আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুুহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন,সাধারণ সম্পাদক হুমায়ন কবির,উপজেলার সকল মেম্বার ও মহিলা মেম্বারগণসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
নির্বাচনী মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক মেধাবী ও পরিচ্ছন ছাত্রনেতা, এটিএম পেয়ারুল আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী খুব দ্রুত আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হবে। আমি তাঁর জন্য দোয়া করি, পরম করুণাময় যেন তাকে দীর্ঘায়ু করেন এবং সুস্থতা দান করেন।
তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে খাদেম হিসেবে বেছে নিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমি আমার রাজনৈতিক জীবন আওয়ামী লীগের জন্য উৎসর্গ করেছি। জীবনে আমি রাজনীতিই করে গেছি আপনাদের পাশে থেকে, আপনাদের ভাই, বন্ধু ও সহযোদ্ধা। বঙ্গবন্ধুকন্যা আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে আপনাদের সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের ভোট প্রার্থনা করছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সে সে দায়িত্ব আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে করে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা বড়ই প্রয়োজন। আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে, এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা’র।আমি সকলের কাছে আনারস প্রতীকে ভোট কামনা করছি।