বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:২৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার আধুনগর দক্ষিণ হিন্দু পাড়া মন্দিরের উন্নয়নের জন্য ২ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।
২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থ বছর থেকে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
মন্দির কমিটির কাছে এ অনুদানের চেক প্রদান করেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন।
এসময় ইউপির সফল মেম্বার বাবু সুজন দাশসহ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসি।আধুনগরের হিন্দু পাড়ার মন্দিরের উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।