রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৩৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
টানা তৃতীয়বারের মত চট্টগ্রাম জেলার শ্রেষ্ট সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
এ উপলক্ষে ৯ মার্চ সকালে চট্টগ্রাম জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৩সালের ফেব্রুয়ারী মাসে অবৈধ অস্ত্র-গুলি, মাদক উদ্ধার, চিহিৃত চোর- ডাকাত গ্রেফতার, ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উদঘাটন, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং সাতকানিয়া-লোহাগাড়া থানা এলাকায় সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে তিনি নির্বাচিত হন। তার হাতে শ্রেষ্ঠ সার্কেলের সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম।
এসময় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ট সার্কেল হিসেবে নির্বাচিত, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, এ অর্জন আমি লোহাগাড়াবাসী-সাতকানিয়াবাসীকে উৎসর্গ করলাম। এ স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবে। বিশেষ করে জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বিপিএম স্যারের নির্দেশে এবং আন্তরিকতায় আমি এ সম্মাননা অর্জন করতে পেরেছি। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি। স্যারদের কাছে আমি চিরকৃতজ্ঞ।