রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৫৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া সীমান্তে মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরুষ্কৃত হয়েছেন লোহাগাড়া থানার এসআই মাহফুজ রহমান।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা, অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভায় এসআই মাহফুজের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম।
এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছরের জানুয়ারি মাসে মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ সুপার কার্যালয় থেকে লোহাগাড়া থানার এসআই মাহফুজকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই মাহফুজ বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি, এ অর্জন আমার কাজে আরও বেশী অনুপ্রাণিত করবে। আমি এ পুরুষ্কার অর্জন করতে পেরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান স্যার ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকা্শ করছি।