শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ২:৫৬ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার এএসআই এসএম রাশেদ।
রোববার (১৪ জুলাই ) চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম (পিপিএম বার) এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ এএসআই এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি।
জানা গেছ, চলতি বছরের জুন মাসে মাসে এলাকার ভাল কাজের স্বীকৃতি স্বরুণ এসএম রাশেদ কে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও তিনি লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বিগত কয়েক এক মাসে শতাধিকের মত মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। মোবাইল উদ্ধারে তাকে মোবাইল উদ্ধারে ম্যাজিশিয়ান বলেও আখ্যায়িত করা হয়েছে।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ট এএসআই হিসেবে পুরস্কার প্রাপ্ত, থানার এএসআই এসএম রাশেদ বলেন,আমি প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক,সুযোগ্য পুলিশ সুপার শফিউল্লাহ বিপিএম(পিপিএম বার) ও অামাদের লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম স্যারের প্রতি। ওসি স্যারের গাইড লাইনের কারণে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। সম্মানিত হয়েছি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের জন্য উৎসর্গ করলাম। ভাল কাজে কিছু অর্জন কাজের গতি বৃদ্ধি করে দেয়।