শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

জুয়া খেলার আসরে পুলিশের হানা,ইয়াবা, নগদ টাকা, ৪৮টি তাস উদ্ধার,আটক ৬

প্রকাশিত : ৩:৫২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক মাদক কারবারীসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০২০পিস ইয়াবা,জুয়া খেলার আসর থেকে ৪৮টি তাস, নগদ ৭হাজার ৪০০টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার উখিয়া কুতুবপালং এলাকার মৃত নুর হোসেনের পুত্র মুহাম্মদ রফিক (২৬), লোহাগাড়া উপজেলার অাধুনগর ৫নং বড়ুয়া পাড়ার সুনীল বড়ুয়ার পুত্র প্রদেশ বড়ুয়া(৩৮), নলী নিশান বড়ুয়ার পুত্র বিমল বড়ুয়া (৩৮), আধুনগর হানিফার পাড়ার ইলিয়াছের পুত্র জুনাইদ (৩০), আধুনগর ঘাটিয়ার পাড়ার মৃত ইউসুফের পুত্র রহমত উল্লাহ(৬০), আধুনগর ক্যামেলিয়া পাড়ার মনোরঞ্জন বড়ুয়ার পুত্র মিলন বড়ুয়া(৩২)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে পৃথক অভিযানে থানার এসআই গোলাম কিবরিয়া ও এসআই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে রফিকের কাছ থেকে ২০২০পিস ইয়াবা এবং উপজেলার আধুনগর বাজারের প্রদেশ স্টোরের দোকানে তল্লাশি চালিয়ে ৫জনের কাছে জুয়া খেলার ৪৮টি তাস,নগদ ৭হাজার ৪০০টাকাসহ মোট ৬জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন