রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৪৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস সফল করার লক্ষ্যে সাতকানিয়া – লোহাগাড়া উপজেলার মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে নিয়ে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রামস্থ,নদভী প্যালেসে এ সভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভীর সহধর্মীনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী ।
এসময় সাতকানিয়া-লোহাগাড়া মহিলা আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও প্রস্তুতি সভায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভীর সহধর্মীনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন,১৯৭৫ সালে ১৫ আগস্টের ঘটনা ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাকাণ্ড। এর মাধ্যমে শিশু ও নারীদের যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত জঘন্যতম।জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীনতা অর্জন করেছেন। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশ্বের দরবারে জননেত্রী শেখ হাসিনা এখন প্রশংসিত।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।