রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
শহীদুল ইসলাম বাবর
১৫ আগস্ট স্বাধীনতা মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং
সেন্টার এন্ড কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল এলাকার অসহায় ও দুস্থ
মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হওয়া এসব কর্মসূচির উদ্বোধন করেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি,পিএসসি। উক্ত অনুষ্ঠান সমূহে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের সকল অফিসারবৃন্দ,জুনিয়র কর্মকর্তা,বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।