বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

প্রকাশিত : ৪:৫১ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,দেশবাংলাঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২৪ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল`র সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জেসমিন আকতার, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম,লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুৃয়া,লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুধ,স্থানীয় সাংসদের একান্ত সচিব আবু তৈয়বসহ উপজেলার সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক নেতারা, উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। বঙ্গবন্ধুুর জন্মের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বঙ্গবন্ধুর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি উদ্যাপন করা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা স্বাধীনভাবে মাথা উচু করে বাস করছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সভায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

আরো পড়ুন