সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

জনগণ চাইলে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা

প্রকাশিত : ১১:৩৫ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

 

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চায়ের দোকানে এখন সরব শুধু নির্বাচনী হাওয়া।আগামী উপজেলা নির্বাচনে একজন দক্ষ, ন্যায় বিচাররক ও যোগ্য ব্যক্তিকে দেখতে চান লোহাগাড়ার মানুষ। তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটে নির্বাচিত করতে চান। ইতিমধ্যে লোহাগাড়ায় অনেকের নাম আলোচনায় রয়েছে।তাদের মধ্যে আলোচনায় বেশ নাম শোনা যাচ্ছে লোহাগাড়ার মেয়ে, নারী নেত্রী, সাদ গ্রুপের ডিএমডি, শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা। তিনি ইতিমধ্যে মাঠে নেমেছেন।তার কাছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সাক্ষাৎ করেছেন। তাদের মুখে একটা ভাবনা, তিনি যেন আগামী নির্বাচনে অংশ নেন। সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যে তিনি ব্যাপক সাড়াও পাচ্ছেন। এলাকার অনেকেই তাকে প্রার্থী হিসেবে দেখতেও চাচ্ছেন।জনগণ চাইলে এবারে নির্বাচনে অংশ নিবেন বলে জানা গেছে।নূরে ইয়াসমিন ফাতিমা এদেশের সেরা রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ ও সাদ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোহাগাড়ার আলোকিত মানুষ, সুর্যসন্তান আলহাজ্ব নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য কন্যা।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নূরে ইয়াসমিন ফাতিমার সাথে মুঠোফোনে কথা হয়, তাকে প্রশ্ন করা হয়, আপনি(নূরে ইয়াসমিন ফাতিমা) আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে, কতটুকু সত্যি, আর নির্বাচিত কি অংশ নিচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান,সাংবাদিক ভাই দেখেন, আমি ব্যবসায়ী,আমার পরিবারের সবাই ব্যবসায়ী। এলাকায় আমার পরিবার মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন,কাজ করেছেন। জনগণের চাওয়া-পাওয়ার মধ্যে আমাদের পরিবারের আত্মতৃপ্তি। এলাকায় আসলে গ্রামে ঘুরি, সাধারণ মানুষের সাথে কথা বলি,সাধারণ মানুষের কথা শুনি, খেটে-খাওয়া মানুষের কথা শুনি।তাদের পাশে নিজের সমর্থ অনুযায়ী পাশে দাঁড়ার চেষ্ঠা করি।এলাকার মানুষের বুকভরা ভালবাসা পাই। তিনি আরও বলেন, এলাকার অনেকেই আমাকে ফোন করে বলছে,প্রার্থী হবো কিনা। ইনশাল্লাহ সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হবো। তবে,জনগণের সমর্থন,ভালবাসা দরকার। জনগণের সাপোর্ট নিয়ে নির্বাচনে অংশ নিবো। সবাই তো আমার কাছে এসেছে,জানতে চেয়েছে। লোহাগাড়া বাসীর সমর্থন আমার কাছে বড়।উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পোদ্যোক্তা, সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোআ,সহযোগীতা ও আন্তরিক ভালবাসা কামনা করেছেন।

আরো পড়ুন