রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শোয়াইবুল হক সিকদার

প্রকাশিত : ১:২৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা,জঙ্গল পদুয়া গ্রামের কৃতি সন্তান, শিক্ষানুরাগী মোঃ শোয়াইবুল হক সিকদার।

৫ নভেম্বর সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সকলের সম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা শোয়াইবুল হক সিকদার কে সভাপতি নির্বাচিত করা হয়।

বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আশ্বিষ দাশ নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনীর উদ্দিন, পদুয়া ইউপির বার বার নির্বাচিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মুুহাম্মদ শহীদুল ইসলাম,অত্র এলাকার কৃতি সন্তান,ব্যবসায়ী ও সমাজসেবক মুুহাম্মদ রেজাউল করিম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নব নির্বাচিত সভাপতি শোয়াইবুল হক সিকদার জানান, এ বিদ্যালয়ের পাশে আমার বাড়ি। বিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। শিক্ষার মানোন্নয় এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমার লক্ষ্যে। আমি চাই এ বিদ্যালয়ের শিক্ষার মান আরও অনেক এগিয়ে যাবে।

মোঃ শোয়াইবুল হক সিকদারকে জঙ্গল পদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন