বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ছোটবেলা থেকেই সততার চর্চা করতে হবেঃ লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ১:৩২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন,
সমাজ থেকে, রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমাদেরকে ব্যক্তি পর্যায়ে সততার চর্চা ব্যাপকভাবে কাজ করতে হবে। বিশেষ করে ছোটবেলা থেকে সততার চর্চা অত্যন্ত জরুরী। সততার চর্চা থাকলে সে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতে পারবে। তিনি আরও বলেছেন, সততা মানুষকে সাহসী করে তোলে, আত্মবিশ্বাসী, পরিশ্রমী, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল করে তোলে। সততার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় এবং মানুষ সম্মানিত হয়। সততা মানুষকে লোভ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থেকে বিরত রাখে।

১৫ জুন (বুধবার) বিকেল ৪টার দিকে উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুনীর্তি দমন কমিশন  কর্তৃক গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।

দুনীর্তি প্রতিরোধ প্রতিরোধ কমিটি লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মুুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, দুনীর্তি প্রতরোধ  কমিটি লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি, লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুস্পেন চৌধুরীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দরা।

আরো পড়ুন