বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ছেলের “কাজীর কড়াই রেস্টুরেন্ট”র উদ্বোধন করলেন গর্বিত পিতা

প্রকাশিত : ৩:২৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

সু-বিশাল প্রশস্ত জায়গায় তৈরি করা হয়েছে “কাজীর কড়াই রেস্টুরেন্ট”। এসি যুক্ত মনোরম পরিবেশ, পুকুরে ভাসমান ভেওলা, অভিজ্ঞ বাবুর্চি দ্বারা রান্না ও স্মার্ট বয় দ্বারা পরিবেশন। কাজীর কড়াই রেস্টুরেন্টে একটি অনন্য প্রতিষ্ঠান। এখানে চাইনিজ, মিনি চাইনিজ খাবার পরিবেশন। উন্নতমানের সর্বজন গ্রহনযোগ্য খাবার পরিবেশনে অঙ্গীকারবদ্ধ।

সোমবার (১৪ মার্চ) বাদে আছর লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ফোরকান টাউয়ারের সামনে কাজীর পুকুর পাড়স্থ “কাজীর কড়াই রেস্টুরেন্ট” শুভ উদ্বোধন করা হয়েছে।

খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষ করে “কাজীর কড়াই রেস্টুরেন্ট” উদ্বোধন করেন ইফতেখার আজম টুটুলের গর্বিত পিতা সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ।

এসময় উপস্হিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাস্টার একরামুল হক,”কাজীর কড়াই রেস্টুরেন্ট”এর পরিচালক মুহাম্মদ ইফতেখার আজম টুটুল, মুহাম্মদ খালেদ, মুহাম্মদ ইমন, মুহাম্মদ মোহসিন, আবদুল মোমেন, মুহাম্মদ নাছির প্রমুখ।

আরো পড়ুন