শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:১৩ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর ( রবিবার) রাতে লোহাগাড়া সদরের লায়লা- হাকিম হেফজখান ও এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিল উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আওয়ামীলীগ নেতা এইচ এম এ গনি সম্রাট, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ঠিকাদার নুরুল আলম জিকু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তৌহিদুল হাসান, পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম নিবিলের পক্ষ থেকে এতিম শিক্ষার্থী এবং উপস্হিত সকলের জন্য তাররুকের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।