বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:১৫ পূর্বাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ আওয়ামীলীগ নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফরের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিস্কাকৃতরা হলেন, পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আক্তার কামাল পারভেজ, চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, ‘লোহাগাড়ার ইউনিয়নে ৪ বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।এরপর একাধিকবার দলের পক্ষ থেকে অনুরোধ করা সত্ত্বেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
তাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে মর্মে গঠনতন্ত্রের ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে তাদের প্রত্যেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য – আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।