শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চুনতী সীরত ময়দানকে ঘিরে জনতার স্রোত

প্রকাশিত : ১:২৫ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে

চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবসকে কেন্দ্র করে ধর্মপ্রান মুসলমানদের ঢল নেমেছে লোহাগাড়ার চুনতীর ঐতিহাসিক সীরত মাঠকে ঘিরে। চুনতী সীরত মাহফিলের চর্তুদিকে সড়ক সমূহ দিয়ে চলাচলরত মানুষ মিলিত হচ্ছে সীরত ময়দানে এসে।
জনতার ঢল সামাল দিতে প্রশাসন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে  ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত ৪ হাজার  সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আর পুলিশ সদস্য রয়েছে শতাধিক। তারা সকলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বলে জানালেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ মাহফিল শুরু থেকে নিরাপত্তার দিকটা দেখছে। সমাপনী দিনে শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত তাছাড়া মাহফিল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারিক করছে। জুমার নামাজে অংশ নেওয়ার জন্য আশপাশ এলাকার লোকজন সকাল থেকেই জড়ো হয় সীরত ময়দানে।

আরো পড়ুন