বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুণরায় সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা ফজলে এলাহি আরজু

প্রকাশিত : ৬:০৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলে এলাহি আরজু।

সহ-সভাপতি করা হয়েছে মোঃ হামেদ হোসাইনকে।

বিষয়টি চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ নিশ্চিত করেছেন।

১৭ জানুয়ারি সকালে বিদ্যালয়ের হল রুমে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সবার সম্মতিক্রমে ফজলে এলাহী আরজুকে চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং
মোঃ হামেদ হোসাইনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুণরায় সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা ফজলে এলাহি আরজু জানান, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি। এ বিদ্যালয়ের পার্শ্বে আমার বাড়ি।এ বিদ্যালয়ের প্রতি আমার অনেক মায়া ও টান রয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।

আমাকে এ বিদ্যালয় পরিচালনা কমিটিতে পুণরায় সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, আমার অভিভাবক,আমার নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয় এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত রিজিয়া রেজা চৌধুরীসহ শিক্ষক, অভিভাবক সদস্য ও পরিচালনা কমিটির সদস্যাবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন