বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:১৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ফারাঙ্গা কিল্লাখোলা সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের শেষ নেই।
সরজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, উপজেলার চুনতি পানত্রিশা সড়ক দিয়ে ফারাঙ্গা কিল্লাখোলা সড়কে যাতায়াত। সড়কের শেষ দিকে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় গন্তব্যপথ। গেল কিছুদিন ধরে ভারী বর্ষণের কারণে কিল্লাখোলা সড়কের অংশে বড় বড় গর্তে পরিণত হয়েছে। যার কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও শত শত গাড়ি যাতায়াত করে থাকে। বিভিন্ন ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি দিয়ে চলাচল করার সময় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মহিলা রোগীদের কে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে চরম দুর্ভোগ পোহাতে হয়।
কিল্লাখোলা সড়কের ওই অংশে সাধারণ মানুষ সিএনজি নিয়ে যাওয়ার পশে গাড়ি থেকে পড়ে যাচ্ছে। বড় বড় গর্তের কারণে কাদায় পরিণত হতে হচ্ছে সাধারণ জনগণের।
এ ব্যাপারে স্থানীয় এলাকার আবদুল খালেক জানান, আমরা সড়ক দিয়ে চলাচল করতে রীতিমত হিমশিম খাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতে হচ্ছে। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের জন্য জোর দাবী জানান তিনি।
স্কুল শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন জানান, আমরা বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য উক্ত সড়ক দিয়ে যেতে হয়। সড়কের বড় বড় গর্তের কারণে স্কুলে যাতায়াতে আমাদের জামা-কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। কষ্টের সীমা থাকেনা।
চুনতি ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান, গেল কয়েকদিনের ভারী বর্ষণে আমাদের এলাকায় কিল্লাখোলা সড়কটিতে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যান মহোদয় ও আমার পক্ষ থেকে ভাঙ্গা ইট দিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছি। সড়কের বড় বড় গর্তের বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে এলাকার কয়েকটি সড়কের বেহাল দশার বিষয়ে আমরা জেনেছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য জানানো হয়েছে।