বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৩:৫৮ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আফিফুর রহমান (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৪ মে সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চুনতি অভয়ারণ্য এলাকার ওভারপাসের পার্শ্ববর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি মাদার বাড়ি এলাকার ফরিদুল আলমের পুত্র।
জানা গেছে, আফিফুর রহমানের শ্বশুর বাড়ি এলাকা হারবাং এলাকায়। সে সুবাধে তার স্ত্রী,সন্তানদের নিয়ে হারবাং এলাকায় বসবাস করতেন।১৫দিন পুর্বে সে ঘর থেকে বের হওয়ার পর নিঁখোজ ছিল। কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন।তার পরিবার তাকে খুঁজাখুঁজি করছিল বিভিন্ন জায়গায়। ঋণের বোঝা সইতে পারছিলনা তিনি। উল্লেখিত এলাকায় বন্যহাতির কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, সোমবার বিকেলে লাশটি সন্ধান পাওয়া গেলে তার পরিচয় পাওয়া যায়। বন্যহাতির আনাঘোনা থাকার কারণে লাশ উদ্ধার করা হয়নি। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। থানায় নিয়ে আসার পরে তার পরিচয় মিলে।বিগত ১৪দিন ধরে আফিফুর রহমান নিঁখোজ ছিল। তিনি ঋণগ্রস্থ ছিলেন। ওই এলাকায় অবস্থান কালে বন্যহাতির কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে চমেকে মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মডেম রিপোর্ট পেলে বিস্তারিত আরও জানা যাবে বলেও তিনি জানান।