বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১:২৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চুনতির অাশেকে রসূল(সা) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সা) প্রখ্যাত অালেমে দ্বীন হযরত অালহাজ্ব শাহ মাওলানা হাফেজ অাহমদ (রাহ.অা) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৪৯ তম মাহফিলে সীরতুন্নবী ১০ নভেম্বর থেকে শুরু হবে।
এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় চুনতি শাহ মঞ্জিল অফিসে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার অায়োজন করা হয়।
চুনতি সীরতুন্নবী সঃ পরিচালনা কমিটির সদস্য শাহজাদা অাব্দুল মালেক ইবনে দীনার মুহাম্মদ নাজাত এর সভাপতিত্বে ও শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন সীরত কমিটির সদস্য মো: জমিল উদ্দিন, মৌলানা অলি উদ্দিন মুহাম্মদ, মো: কামরুল হুদা,অান্তর্জাতিক ইসলামীক ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহেদুর রহমান, মো: সাদুর রহমান,কাজী অারিফুল ইসলাম,মো: নজরুল হুদা ও মো: অাব্দুল মন্নান প্রমূখ।
সভাপতির বক্তব্যে শাহজাদা অাব্দুল মালেক ইবনে দীনার মুহাম্মদ নাজাত ১৯দিনব্যাপী ৪৯ তম মাহফিলে সীরতুন্নবীর অানুমানিক বাজেট ২ কোটি ৫০ লক্ষ ঘোষণা করেন।
তিনি অারো বলেন,সীরত মাহফিল সফলভাবে সম্পন্ন করতে এবার সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় হাজারের অধিক মিটিং হয়েছে এবং ৭০০ টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
তিনি মাহফিলে সীরতুন্নবীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।