রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে ১৩জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা দিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন

প্রকাশিত : ২:০৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ১৩ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান এবং মানবিক কাজে অবদান রাখায় ৪ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সমম্বয়ক ফয়েজ চৌধুরীর নির্দেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিতরা হলেন, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কাতার শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফৌজুল আজিম চৌধুরী, ওমান শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদুয়ান, দুবাই শাখার সদস্য মোহাম্মদ বরাকত উল্লাহ এবং আবু ছালেহ মোহাম্মদ ফারুক।

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফৌজুল আজিমের সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, গেস্ট অব অনার ছিলেন, ১নং প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের জেদ্দা প্রতিনিধি তৌসিফ রেজা চৌধুরী, চুনতি ইউপি সদস্য জাফর আলম, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম, দপ্তর সম্পাদক হাফেজ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ জমির উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ মাইনুদ্দিন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ নাছির উদ্দীন বাচ্চু,ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদ, রফিক আহমদ, মোহাম্মদ ফরহাদ হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, লোহাগাড়া প্রবাসী মানবিক সংগঠন বিভিন্ন সময় অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন। ##

আরো পড়ুন