বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত মহিলার মৃত্যু

প্রকাশিত : ৯:০৭ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজির রাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক মহিলা নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত মহিলার নাম মিতালী সিকদার(৫৫)। সে উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ হিন্দু পাড়ার শিমুল সিকদারের স্ত্রী।

২২মার্চ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের ছেলে নয়ন সিকদার জানান,আমার মাকে নিয়ে সকালে মোটর সাইকেল যোগে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার জন্য গিয়েছিলাম। টিকা প্রদান করে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজির রাস্তার মাথা এলাকায় পৌঁছলে মোটর সাইকেলের চাকার সাথে আমার মায়ের শাড়ির কাপড় পেছিয়ে পড়ে মাটিতে পড়ে যায়। আমি দ্রুত আমার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্হায় তার মা মারা যান বলেও তিনি জানান।

আরো পড়ুন