বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে ভাইয়ের হামলায় আপন ভাই আহত, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত : ৫:৪২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে পানের বরজ ও ছনখোলার জায়গাকে কেন্দ্র,করে এক কৃষককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতের নাম জাফর আলম (৫৫)। তিনি চুনতি ইউনিয়নের বাগান পাড়া এলাকার নসরত আলীর পুত্র।

২৯ মার্চ (বুধবার) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

বর্তমানে আহত জাফর লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আহতের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে আশরফ আলী সহ কয়েকজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত জাফরের স্ত্রী হোসনে আরা বেগম জানান, আমার স্বামীর চুনতি পানির ছড়া পুর্বে নসরুত অালীর ঘোনা এলাকায় পৈত্তিক সম্পত্তির পানের বরজ, ছনখোলা চাষ করে দখলে স্থিত ছিল। এ বিষয়ে কয়েকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের কে সাথে নিয়ে বৈঠক হয়েছিল। ২৯ মার্চ তার ঘোনা থেকে আসার পথে কবির টিম্বারের ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারধর করে জাফরকে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে আমরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমরা লোহাগাড়া থানায় অভিযোগ করেছি। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, কৃষক জাফর আলমকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল কে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন