বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনঃ ৪জনকে জনকে কারাদণ্ডাদেশ দিলো বন আদালত

প্রকাশিত : ৫:৪১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ইউনিয়নের লাম্বাশিয়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চল পাহাড় কেটে বালু উত্তোলনের ঘটনায় ৪ জনকে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম বন আদালতের বিচারক এই আদেশ দেন।

চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হল যথাক্রমে উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় এলাকার মৃত ইব্রাহিমের পুত্র মো. আবু তাহের, তার পুত্র মো. মিনহাজ, একই ইউনিয়নের সাতগড় এলাকার মৃত আশরাফ আলীর পুত্র কায়সার ও লোহাগাড়া সদর ইউনিয়নের এজাহার মিয়ার পুত্র শহিদুল ইসলাম দুলু।

সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, বিগত ২০২২ সালের ২৫ অক্টোবর চুনতি সাতগড় বনবিটের লম্বাশিয়া নামক এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন করায় উল্লেখিত চারজনের বিরুদ্ধে বন আদালতে মামলা রুজু করা হয়।যাহার বন মামলা নং ২০৩/২২।গত ২২ মে এ মামলায় আমি সাক্ষা প্রদান করি। মামলার শুনানি শেষে ৮জুন বন আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

আরো পড়ুন