বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে তিন হোটেল মালিককে জরিমানা

প্রকাশিত : ৭:৪০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারে তিন হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় মোট ৬হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

৪ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা , উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, লাইসেন্স না করা সহ বিভিন্ন অপরাধে তাজ হোটেল, মায়ের দোয়া হোটেল ও শাহাবুদ্দিন হোটেল মালিককে প্রত্যেককে ২ হাজার টাকা করে ৩টি মামলায় মোট ৬হাজার জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালিত হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন