মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চুনতিতে জাল নোটসহ জনতার হাতে আটক ২ প্রতারক, থানা পুলিশে সৌপর্দ

প্রকাশিত : ১২:৩৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় ২৭ হাজার টাকার জাল নোটসহ ২ প্রতারককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলার চুনতি পানত্রিশা সড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান সিকদার বাড়ির আবদুল করিমের ছেলে রাজা মিয়া (৩৪) অপরজন একই ইউনিয়নের জয়নগর এলাকার আসহাব মিয়ার পুত্র মো. নাজিম উদ্দিন (৩৭)।

চুনতি ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার জানে আলম জানু বলেন, এক বৃদ্ধ মানুষকে জাল নোট দিয়ে মোটরসাইকেল যোগে পালানোর সময় স্থানীয়রা জাল নোটসহ দু’জনকে আটক করে আমাকে জানালে আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে জালনোট সহ দু প্রতারককে থানায় নিয়ে যায়৷

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান , চুনতি পানত্রিশা সড়কে দুই জাল টাকার ব্যবসায়ীদের ধাওয়া করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এমসয় তাদের কাছ থেকে ২৭টি হাজারী নোটের মোট ২৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা দুজন জাল টাকা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন