বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৮ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
অংশগ্রহণ ক্ষুদ্রাকর পানি সম্পদ সেক্টর প্রকল্প, এলজিইডি কর্তৃক চাম্বি রাবার ড্যাম পরিচালনায় গঠিত লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামে চাম্বি খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও পিকনিক সম্পন্ন করা হয়েছে।
১৯ মার্চ শনিবার( সকালে) চুনতি চাম্বি লেক ব্যাংক ভেন্যু এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
সমবায় সমিতির প্রধান উপদেষ্ঠা,চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন চাম্বি খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাস্টার মুহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল লতিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন,বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ শওকত হোসেন।
শিক্ষক বাবু সকাল কান্তি বড়ুয়া ও ব্যবসায়ী মুহাম্মদ নুর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, ব্যাংকার ও সাংবাদিক মুজাহিদ হোসাইন সাগর, চুনতি ইউপি মেম্বার মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু মেম্বার, পুটিবিলা ইউপির মেম্বার পিয়ার মুহাম্মদ, সাবেক বিআরডিবির সদস্য নাছির উদ্দিন মেম্বারসহ সমিতির সকল সদস্যাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, চাম্বি লেক নৈসর্গিক সৌন্দর্যের অনন্য নিদর্শন। সারাদেশে চাম্বি লেকের ভ্রমণ পিপাসু মানুষের মনে স্হান করে নিয়েছে । চাম্বি লেকের ধারাবাহিকতা সামনের দিকে আরো এগিয়ে যাবে বলেও বক্তারা জানান।
অনুষ্ঠানের পুর্বে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্হিত অতিথিবৃন্দ।