বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৫০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় শুরু করা হয়েছে। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ খাসজমিতে গুচ্ছ ভিত্তিতে এসব ঘর তৈরি করা হচ্ছে। এখানে গভীর নলকূপ,সেনিটেশন ব্যবস্হা,পানীয় জলের ব্যবস্হা, বিদ্যুৎ সংযোগসহ সবধরণের সুযোগ-সুবিধা পাবেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় তৃতীয় পর্যায়ে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ১৯৬ গৃহহীন পরিবার।
৩মার্চ দুপুরে চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকায় চলমান প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলো পরিদর্শন করতে আসেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়-১ এর পরিচালক মুহাম্মদ ফিজনূর রহমান।
এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নল আবেদীন জনু কোম্পানী,উপজেলা সহকারী প্রকৌশলী আকতার হোসাইনসহ অনেকেই উপস্হিত ছিলেন।
পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পের আওতায় চলমান ঘরের কাজগুলো দেখে খুশী হন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়-১ এর পরিচালক মুহাম্মদ ফিজনূর রহমান।তিনি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুকে ধন্যবাদ জানান।