বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চুনতিতে গাছ পড়ে নিহত জিল্লুর রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

প্রকাশিত : ২:৩৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের দক্ষিণ নারিশ্চা এলাকায় কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে নিহত মৃত জিল্লুর রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

৬ জুন সকালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিহত জিল্লুর রহমানের স্ত্রী জন্নত আরা বেগমের
হাতে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

এসময় লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী শুভংকর চাকমা শুভ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, গেল কিছুদিন পুর্বে ভারী বর্ষণে গাছ পড়ে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন। পরবর্তীতে স্হানীয় চেয়ারম্যান সাহেব তার পরিবারের অসহায়ত্বের বিষয়ে একটি আবেদন করেন। আমরা সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ে তার আর্থিক সহায়তার জন্য আবেদনটি পাঠিয়েছিলাম । দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা প্রশাসনের মাধ্যমে মরহুম জিল্লুর রহমানের স্ত্রী জন্নত আরা বেগমের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেছি।

আরো পড়ুন