বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মিরখিল নয়া পাড়া এলাকা হতে কর্তনকৃত গাছ জব্দ করেছে বনবিভাগ।
গতকাল বিকেলে চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি টিম সেখান থেকে এসব গাছ জব্দ করে।
জানা যায়, ওই এলাকার ফরিদ উদ্দিন দীর্ঘ ৫০বছর ধরে বন্দোবস্তি জায়গা ও কিছু জায়গায় গাছ রোপন করে ভোগ করে আসছিল। এরপর থেকে ভোগ-দখলে স্থিত রয়েছে ফরিদ। ফরিদ উক্ত জায়গা হতে বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করতে ১০/১২টি গাছ কর্তন করে।
ফরিদ উদ্দিন জানান, জায়গাটি আমাদের খতিয়ানভুক্ত ও আর কিছু জায়গা বন্তোবস্তি।উক্ত জায়গাটি ৫০বছর ধরে আমাদের দখলে রয়েছে। উক্ত জায়গা হতে আমার বাড়ি নির্মাণে ব্যবহারের জন্য আমার সৃজিত বাগান থেকে গাছ কর্তন করি। কিন্তু এ ঘটনাকে প্রভাবিত করার জন্য ইউপি চেয়ারম্যান জনু কোম্পানীকে জড়ানোর চেষ্টা করে কিছু কচুক্রীমহল।তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের বাগানের গাছ কাটার বিষয়ে জনু চেয়ারম্যান কোন ধরণের সম্পৃক্ত নেই।আমরা কোন গাছ ক্রয় ও বিক্রয় করিনি। আমার বাগান থেকে আমি গাছ কর্তন করেছি।
চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, চুনতি মিরখিল এলাকা হতে কিছু গাছ কর্তন করছিল ফরিদ। সেখানে কিছু জায়গা ফরিদের মালিকানাধীন, কিছু জায়গা ঘাস জমি।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখান থেকে কিছু কর্তৃনকৃত গাছ জব্দ করেছি। তবে, এ বাগানের গাছের সাথে জনু চেয়ারম্যানের সম্পৃক্ত নেই। জনু চেয়ারম্যান কোন ধরণের গাছ কর্তন করেনি। গাছ কর্তন করছিল ফরিদ। তার মালিকানাধীন জায়গা থেকে গাছ কর্তন করেছেন।