বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:২১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক গরু চোরকে আটক করেছে স্হানীয় জনতা, পরে থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে।
১৯ মে সকাল দুপুর ১২টার দিকে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সাজিদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চুনতি মিডওয়ে ইন এলাকার সামনে হতে গরু চোরকে আটক করে
আটককৃত গরু চোরের নাম সৈয়দ নূর (২০)। সে কক্সবাজার চকরিয়া উত্তর হারবাং কলাতলী রোড পাড়া এলাকার মোস্তাক আহমেদের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার চুনতি কালু সিকদার পাড়ার মুুহাম্মদ জামাল উদ্দিনের পুত্র মুহাম্মদ রিয়াজ উদ্দিনের কয়েকটি গরু তার বাড়ীতে পার্শ্বে মাঠে ঘাস খাচ্ছিল। কৌশলে সৈয়দ নুর ওই স্পট থেকে একটি গাভী চুরি করে নিয়ে যাচ্ছিল। হোটেল মিডওয়ে ইনের সামনে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্হানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে। পরে গরুর মালিককে খবর দিলে রিয়াজের গরুর সত্যতা মিলে। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সাজিদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্হল হতে গরু চোর সৈয়দ নুরকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুুহাম্মদ আতিকুর রহমান জানান, সকালে উপজেলার চুনতিতে গরু চুরির সময় হাতেনাতে সৈয়দ নুর নামের এক গরু চোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।