সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:৫৯ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতাহ্যবাহী চুনতির আশেকে রাসুল (সা:) হযরত আলহাজ্ব শাহ্ মাওলনা হাফেজ আহমদ শাহ সাহেব (রাহ: আ:) কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী আন্তর্জাতিক ৫১তম মাহ্ফিলে সীরতুনন্নবী (সা:) শুভ উদ্বোধন হয়েছে।
১৮ অক্টোবর ( সোমবার ) বাদে জোহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়।
প্রথম অদিবেশনে সভাপতিত্ব করেন সীতাকুন্ড কামিল সাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হোছাইন আহমেদ।
চুনতি হাকিমিয়া কামিল মাদ্ররাসার অধ্যক্ষ ফারুক হোছাইনের সাঞ্চালায় কোরআন তেলাওয়াত করেন দক্ষিণ সূখছড়ি আব্দুল খালেক শাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক জালাল উদ্দিন মুনিরী ও না’তে রাসূল (সা:) পাপাঠ করেন চুনতি ফাতেমা বতুল মহিলা ফাজিল মদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ মূছা।
সীরতুন্নবী (সা:) মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মুহাদ্দিস মাওলানা শাহ আলম, মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ।