বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৫৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দারকুল এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু ও মাটি উত্তোলনের অপরাধে এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তের নাম মোঃ বেলাল উদ্দিন(৩১)। সে উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা হাজির পাড়া এলাকার আলী আহমদের পুত্র।
২৯ নভেম্বর বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে জনপ্রতিনিধি, আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দারকুল এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিল বালু খেকোরা। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বেলাল উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।