বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:১৫ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অতি দরিদ্র কর্মসূচির ৪টি কাজ চলমান রয়েছে। এগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
উপজেলার চুনতি চাঁন্দা পলিঘোনা পাহাড়ি এলাকায় মাটি দিয়ে অতি দরিদ্র প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারসহ মোট ৪টি রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী জানিয়েছেন।
তিনি জানান, চুনতির বিভিন্ন এলাকায় ৪টি রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে। এগুলো অতি দরিদ্র প্রকল্পের কাজ।কিন্তু অনলাইন ও পত্রিকায় আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ব্যক্তিগত ভাবে আমি কোন ধরণের মাটি কাটি নাই। রাস্তা সংস্কারের জন্য মাটিগুলো কাটা হচ্ছে।এই সড়কের সাথে বনবিভাগের কোন সম্পৃক্ততা নেই। আমি মুলত পুরোনো রাস্তাটা নতুনভাবে সংস্কার করছি।