রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:১৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ঐতিহাসিক প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের গাছ কাটার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাথে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিরোধ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে গতকাল বুধবার
থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে নিয়ে বসার জন্য বলা হয়েছে।
১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে সরজমিন পরিদর্শন করলে স্থানীয় সাংবাদিকদের
কবরস্থানের গাছ কাটার বিষয়ে স্থানীয় মাতাব্বর হাজী আবদুস সবুর জানান,
সমাজের ৪শত পরিবারের কবরস্থান এটি। গাছ গুলো বিক্রি করে কবরস্থানের পবিত্রতা রক্ষার করার জন্য চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে। এই গাছ গুলোর সাথে মসজিদ পরিচালনা কমিটির কোন সম্পৃক্ত নেই। গাছ গুলো শুধুই সমাজের কবরস্থানের।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জানান, একটি প্রভাবশালী মহল মসজিদের পাশের কবরস্থান থেকে কাউকে না জানিয়ে গাছ গুলো কেটে বিক্রি করে ফেলছে।
গাছ কাটার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহ স্থানীয় মেম্বারকে কেউ অবহিত করেননি। তারা প্রভাব কাটিয়ে গাছ গুলো অন্যায়ভাবে বিক্রি করেছে। অভিযোগের পর থানা পুলিশ গাছ গুলো আপাতত জব্দ করেছে।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি নিয়ে এক পক্ষের লোকজন জানান, গাছ গুলো সামাজিক কবরস্থানের এবং মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, গাছ গুলো মসজিদের। এ বিষয়ে উভয় পক্ষের সাথে বসে একটি সমাধানের জন্য বলা হয়েছে।