শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

চরম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের অফিস উদ্বোধন

প্রকাশিত : ১২:৪৬ পূর্বাহ্ন শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

 

আগামী ২৬ ডিসেম্বর চরম্বাসহ লোহাগাড়ার ৬ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারই ধারাবাহিকতায় আসন্ন চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন মাওলানা হেলাল উদ্দিন।

তিনি ইতিমধ্যে প্রচার-প্রচারণা ও গনসংযোগের মাধ্যমে ব্যস্ত,সময় পার করছেন।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় চরম্বার ৬নং ওয়ার্ডের মাস্টার হাটস্হ এলাকায় আনারস প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে।

অফিস উদ্বোধনের পুর্বে মাস্টার হাট এলাকার বিভিন্ন মানুষের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মৌলভী হেলাল উদ্দিন কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরম্বার প্রবীণ মুরুব্বী ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ নুরুল ইসলাম প্রকাশ নুুরু মেম্বার।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন চরম্বা ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হেলাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেছেন,আমি চরম্বাবাসীর সেবক হতে চাই। নির্বাচিত হলে চরম্বা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়তে কাজ করবো ইনশাল্লাহ। তাই চরম্বার বিভিন্ন এলাকার মানুষ আমাকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা, অধ্যাপক স্বপন চৌধুরী।

উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার দীপেন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা বিমল কিশোর চৌধুরীসহ চরম্বার ৬নং ওয়ার্ডের মুরুব্বী ও যুবক, হেলাল উদ্দিনের সকল সমর্থকরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন