রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:২১ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৬ ডিসেম্বর চরম্বা ইউপির নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।
ইতিমধ্যে নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরা শপথ নিয়েছেন।
১১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে চরম্বা ইউপি চত্বরে ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চরম্বা ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চরম্বা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোজাহিদ বিন আলম কাইছার,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য অধ্যাপক স্বপন চৌধুরী, লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি,প্রথম শ্রেনীর ঠিকাদার, বিশিষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ আবিদ হোসাইন প্রকাশ মানু কন্ট্রাক্টর, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ,সম্পাদক সাবেক ছাত্রনেতা মুুহাম্মদ আছহাব উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন চরম্বা ইউপির ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ সোলাইমান।
সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র এলাকার প্রবীণ মুরুব্বী, সাবেক মেম্বার আলহাজ্ব নুরুল ইসলাম,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বিমোল কিশোর চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি বশির আহমদ কোম্পানী, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা,চরম্বা ইউপির সেক্রেটারী মুহাম্মদ অহিদুর রহমান, চরম্বা ইউপির ১নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ সৈয়দ হোসেন, চরম্বা ইউপির ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ শওকত ওসমান,৩নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী, ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ ওসমান গনি,৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ মিয়া,৭নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ জয়নুল আবেদীন,৮নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ কালু মিয়া,৯নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ মনির উদ্দিন,চরম্বার ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা মেম্বার ছকিনা আকতার,৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা মেম্বার ছাবেকুন্নাহার, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা মেম্বার মমতাজ বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ, জনপ্রতিনিধি ও চরম্বার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, আপনারা জনগণের সেবক।জনগণ আপনাদেরকে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। সাধারণ মানুষকে কোন ধরণের হয়নারী করবেননা।জন্মনিবন্ধন নিয়ে সাধারণ মানুষকে হয়রানী করা যাবেনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেছেন,জনগণ আপনাদের নির্বাচিত করেছেন সেবা করার জন্য। আপনারা যেকোন সময় থানা পুলিশকে বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহযোগীতা করবেন। অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন আমরা কাউকে ছাড় দিবোনা। আপনারা আমাকে যেকোন সময় যেকোন প্রয়োজনে কল দিলে পাশে পাবেন। লোহাগাড়া থানা পুলিশ আপনাদের পাশে থাকবেন বলেও তিনি জানান।