রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে স্কুলের হল রুমে উপজেলা একাডেমিক সুপার-ভাইজার মুহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী সালাহ উদ্দিন হিরু।
উক্ত কমিটির সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মান্নান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এন এ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বারকে নির্বাচিত হয়।
চরম্বা মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু জানান, আমি শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক ভালবাসি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি আমার অনেক দরদ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শিক্ষা খাতে অনেক পরিবর্তন এনেছেন। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসি। তাই বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এ বিদ্যালয়কে এক সেরা প্রতিষ্ঠান এবং বিদ্যালয়ের শিক্ষার মানকে ত্বরানিত করতে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তাকে মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,পরিদর্শক, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।