শনিবার, ২৭ জুলাই ২০২৪

চরম্বায় মাটি কাটার দায়ে ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৯:৫৪ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বিবিরবিলা এলাকায় সিবিএম-৩ উত্তর পার্শ্বে ফসলী জমির টপসয়েল কাটার দায়ে ইটভাটার মালিক বশির আহমদকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।২৬ ডিসেম্বর সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।তিনি জানান, এলাকার একজন কৃষক মাটি কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবরে একটি লিখিত অ্ভিযোগ করেন। ইউএনও স্যারের নির্দেশে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দিয়ে আসি। জমির টপসয়েল কাটার দায়ে ইটভাটার মালিক বশির আহমদকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।স্থানীয় ইউপি সদস্য ওসমান জানান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মাটি কাটার বিষয়ে গতকাল রাতে ঘটনাস্থলে আসলে আমি সেখানে যায়, জব্দকৃত স্কেভেটরটি আমার জিম্মায় রাখে।

আরো পড়ুন