মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের দেওয়ান আলী সিকদার পাড়া সড়কে জাংছড়ি খাল ও নারিয়ার ছড়ায় নির্মিত দু’টি ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
১৫ নভেম্বর শনিবার পৌনে ৫টায় নির্মিত দুটি ব্রিজের উদ্বোধন করেন চট্টগ্রাম -১৫(লোহাগাড়া -সাতকানিয়া) আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন একটি ব্রিজ ৩০,৭৭,৬৫৬/- টাকা ও অন্যটি ৯ লক্ষাধিক টাকা ব্যয়ে স্থানীয়দের অর্থায়নে নির্মাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুবলীগ নেতা নুরুল আলম জিকু,ব্যবসায়ী আবিদ হোছাইন মানু,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ,ব্যবসায়ী মোহাম্মদ আলী কোম্পানি, ব্যবসায়ী রফিক আহমদ সিকদার, ব্যবসায়ী পারভেজ প্রমুখ।