বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চরম্বায় কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত : ৫:৪৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জমির উদ্দিন নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন