বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

চরম্বায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান,১৫হাজার ঘনফুট বালু জব্দ

প্রকাশিত : ৩:১৮ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ২টি স্পট হতে ১৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

৩ নভেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদি উপস্হিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান,
কিছুদিন ধরে পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছিল বালু খেকোরা। জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২টি স্পট হতে আনুমানিক ১৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তিনি আরও জানান, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।জব্দকৃত বালি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
পরিবেশ বিপন্নকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন