বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৩:৩০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪২,০০০ ঘনফুট
বালু জব্দ এবং ৩টি মেশিন নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

২২ জুন (বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন হেলালী চরম্বা কাজির পাড়া এলাকার মুুহাম্মদ সমশুল আলমের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, স্থানীয় এলাকার জনগণ চরম্বার জামছড়ি খাল ও কাজীরপাড়া এলাকায় স্থানীয় এক ইউপি সদস্য অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে আমাদেরকে অবহিত করে আসছিল । বুধবার ওই এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চরম্বা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বালু ও মেশিন জব্দ করি।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি,উপজেলা ভূমি অফিসের নয়ন ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন