রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:১৪ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী, বর্তমান সফল মেম্বার, ১নং প্যানেল চেয়ারম্যান, সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর সন্ধ্যায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সফল মেম্বার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার।
উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী, বর্তমান সফল মেম্বার, ১নং প্যানেল চেয়ারম্যান, সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান।
তিনি তার বক্তব্যে বলেছেন, আমি বিগত নির্বাচনে ৬নং ওয়ার্ডে বিপুল ভোটে মানুষের ভালবাসা পেয়ে নির্বাচিত হয়েছি। মানুষের ভালবাসার ঋণী । কোনদিন এলাকায় অন্যায় বিচার-শালিশ করিনি। সুষ্ঠু বিচার করতে কাজ করার প্রচেষ্ঠা চালিয়েছি। নির্বাচিত হওয়ার পর আমার এলাকার অবহেলিত অনেক সড়কের উন্নয়ন করেছি। অাইলকে পুর্ণাঙ্গ সড়কে পরিণত করেছি। সরকারী সহায়তার পাশাপাশি নিজের অর্থায়নে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। আমি বিগত দিনে আপনাদের পাশে থেকে সেবা দিয়েছি। বিগত দিনে আমি যেমন আপনাদের পাশে থেকেছি, আপনারাও আগামী ২৬ ডিসেম্বর আমাকে আপনার মুল্যবান ভোটটি রায় দিয়ে পুণরায় সেবা করার সুযোগ দিবেন। নির্বাচিত হলে অতীতের ন্যায় যেকোন বিপদেআপদে আপনাদের পাশে থাকবো সেই ওয়াদা টাই দিলাম। আমার ওয়ার্ডের অবশিষ্ঠ কাজ সমাপ্ত করার সুযোগ দিতে আপনাদের দোয়া চাই, সহযোগীতা চাই। যথাযথ দায়িত্ব পালনে আপনাদের কে মুল্যায়ন করব।
দুলাল বিশ্বাস বলেছেন,আমার বয়স ৮০ বছর। আমি এই বয়সে প্রোগ্রামে এসেছি সোলাইমান মেম্বার কে সমর্থন দেওয়ার জন্য। তিনি খুব ভাল মেম্বার।কোন কাজে গেলে বোর্ড অফিসে সহযোগীতা পেয়েছি।
আবদুল মোনায়েম বলেছেন , সোলাইমান ভাই যোগ্য মেম্বার। সে পড়ালেখা জানা ছেলে। সোলাইমান মেম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। খুব ভাল ছেলে। তাকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।
মাওলানা হারুনুর রশিদ বলেছেন,সোলাইমান খুব ভাল জনপ্রতিনিধি।দোষে গুনে মানুষ। আমরা আগামীতেও মেম্বার হিসেবে পেতে চাই।
আলহাজ্ব গোলাম মোহাম্মদ বলেছেন, সোলাইমান আমাদের এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। খুব যোগ্য জনপ্রতিনিধি সোলাইমান। তাকে পুণরায় মেম্বার হিসেবে দেখবো ইনশাল্লাহ।
জান মুহাম্মদ পাড়ার বাসিন্দা মুহাম্মদ ইব্রাহীম জানান, সোলাইমান যোগ্য মেম্বার। তিনি যা উন্নয়ন করেছে অতীতেও কোন উন্নয়ন করা হয়নি। তাই আমরা তাকে আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
চিন্তাহরণ দাশ বলেছেন, অনরা বেইগ্গুন জানন,সোলাইমান পোয়া খুব ভালা। মুরুব্বীর দোয়ায় সোলাইমানরে আরা মেম্বর বানাইয়ম।
ডাঃ সোলতান আহমদ জানান,সোলাইমান এলাকার উন্নয়নে বিশ্বাসী। আমাদের এলাকায় সোলাইমান মেম্বার অনেক কাজ করেছেন। তার উন্নয়নের কথা আমাদের এলাকাবাসীরা সবসময় প্রশংসা করছেন। আমরা পুণরায় তাকে মেম্বার হিসেবে পেতে চাই। ইনশাল্লাহ
উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে সাবেক সফল মেম্বার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার বলেছেন,সোলাইমান খুব ভাল জনপ্রতিনিধি। সৎ ও যোগ্য মেম্বার। আমি এলাকার একজন মুরুব্বী হিসেবে তাকে কোনদিন এলাকায় অপরাধ, অন্যায় করতে দেখিনি। সে আমাদেরকে সবসময় সম্মান করে। অনেক উন্নয়ন করেছেন। আমিও দীর্ঘদিন আমার ওয়ার্ডে মেম্বার ছিলাম আপনাদের অনেক ভালবাসা পেয়েছি। আমার ওয়ার্ড অবহেলিত এলাকার উন্নয়নগুলো সোলাইমান মেস্বার কাজ করেছেন। তাকে কোনদিন অন্যায় শালিসী বৈঠক করতে দেখিনি। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে সোলাইমান মেম্বারকে পুণরায় বিজয়ী করতে পারবো।
সমাজসেবক মুহাম্মদ বশির আহমদ কোম্পানী বলেছেন, সোলাইমান মেম্বার হওয়ার পর থেকেই কোন দিন তাকে অন্যায় করতে দেখিনি। সবসময় মানুষের পাশে থেকেছেন। আমার এলাকায় উন্নয়ন করেছেন। সবসময় সুখে-দুঃখে আমাদের এলাকার মানুষ তাকে পেয়েছেন। আমরা সবাই একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মেম্বার পদে বিজয়ের মালা তাকে পরিয়ে দিবো ইনশাল্লাহ।
উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।