শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:২২ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামী ২৬ ডিসেম্বর চরম্বাসহ লোহাগাড়ার ৬ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় আসন্ন চরম্বা ইউপির নির্বাচনে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুপিরিচিত মেম্বার পদপ্রার্থী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আনোয়ারুল হকের ভাগিনা , সাবেক মেম্বার সমাজসেবক মুহাম্মদ শাহ আলম মেম্বারের সুযোগ্য ভাতিজা তরুণ ব্যক্তি মুহাম্মদ শওকত ওসমানের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর রাত ৭টার দিকে চরম্বা বাইয়ার পাড়া ছারা বাপের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার প্রবীণ মুরুব্বী খুলু মিয়া।
উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন চরম্বার ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ শওকত ওসমান বলেছেন,আমি মানুষের সেবক হতে চাই।এজন্য আপনাদের দোয়া নিতেই এই সভায় দাঁড়িয়েছি। আপনাদের ভালবাসা নিয়ে মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত, আমি আমার অবহেলিত ওয়ার্ডকে আলোকিত করতে চাই। আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড গড়তে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সমর্থন ও ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।আপনাদের ভা্লবাসা, সমর্থন দিলে আমি আগামীতে মেম্বার পদে বিজয়ী হবো ইনশাল্লাহ।
এলাকার বাসিন্দা আমিনুল হক বলেছেন,শওকত ওসমান ভাল ছেলে। সে মেম্বার পদে নির্বাচিত হলে আমার এলাকায় উন্নয়ন করতে পারবে।
সিরাজুল ইসলাম জানান, শওকত ওসমান সমাজের মধ্যে বড় হয়েছি কোন দিন অন্যায় করেননি। তার অন্যায় হলে সেটা ক্ষমা করে দিয়ে তাকে বিজয়ী করতে হবে।
এলাকার বাসিন্দা শাহজাদা আবুল কাসেম বলেছেন,শওকত ওসমান আসলেই অনেক ভাল ছেলে।তার অন্যায় আমার চোখে পড়েনি। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হলে শওকত ওসমানকে বিজয়ী করতে পারবো।
এলাকার মুরুব্বী,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার মুহাম্মদ মোহছেন আলী বলেছেন, শওকত খুব ভাল মানুষ।যোগ্য ছেলে। অনেক সৎ ছেলে। তার যোগ্যতার কারণে সে মেম্বার হওয়ার উপযুক্ত রাখে। তার শখ হয়েছে জনপ্রতিনিধিত্ব করার জন্য। শওকত কে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শওকত ওসমান এলাকার উন্নয়নে কাজ করার জন্য সেবক হতে চাই। আমাদের এলাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। শওকত মেম্বার হলে অবশ্যই আমার ওয়ার্ডের অনেক উন্নয়ন হবে।
মুুহাম্মদ রফিক বলেছেন,শওকতকে আমরা এবারে মেম্বার পদে নির্বাচিত করতে চাই। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস থাকতে হবে।
এলাকার বাসিন্দা, সাবেক সফল মেম্বার মুহাম্মদ শাহ আলম বলেছেন, শওকত আমার ভাতিজা। আমাদের পরিবারের একটা ঐতিহ্য রয়েছে। আমার ভাতিজা এবারে মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছেন। আমার ভাতিজা মেম্বার পদে নির্বাচন করায় আপনাদের সকলকে উঠান বৈঠকে ডেকেছি। শওকত কে আপনাদের মুল্যবান ভোট দিয়ে মেম্বার পদে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমার ভাতিজা বিজয়ী লাভ করবে ইনশাল্লাহ। শওকত কোন অন্যায় করলে তাকে আমরা ছাড় দিবোনা। অন্যায় করলে আমরা মাথা পেতে নিবো। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শওকতকে বিজয়ী করার আহবান জানাচ্ছি।
উঠান বৈঠকে এলাকার বাসিন্দা নেজাম উদ্দিন, ওমর ফারুক , সিরাজুল ইসলামসহ অনেক মুরুব্বী,যুবকসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।