বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:০৯ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারী, বর্তমান সফল মেম্বার মুহাম্মদ জসিম উদ্দিন হেলালীর সমর্থনে এলাকাবাসীর নিয়ে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা সুফিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তর চরম্বা সুফিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন চরম্বার ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারী, বর্তমান সফল মেম্বার মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী।
তিনি তার বক্তব্যে বলেছেন,আমি গতবারের নির্বাচনে চরম্বার ৩নং ওয়ার্ডে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম। কোনদিন অন্যায় কাজ করিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছি। কোন শালিশী বৈঠকে মানুষকে হয়নারী করিনি। অন্যায় করলে সাথে সাথে প্রতিরোধ করেছি। তিনি আরও বলেন,আমাকে একটি কুচক্রীমহল অন্যায়ভাবে মামলা দিয়েছিল।কারাভোগ করেছিলাম। সেখান থেকে জামিন হয়ে আমার এলাকার উন্নয়নে ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছি। বিগত পাঁচ বছরে আপনাদের খেতমদ করেছিলাম। জনগণের ভালবাসা পেলে পুণরায় নির্বাচন করতে চাই। এলাকার কিছু কুচক্রীমহল আমার জনপ্রিয়তাকে ঠেকাতে পারেনি। আমার বিরুদ্ধে পুণরায় ষড়ষন্ত্র শুরু হয়ে গেছে। আপনাদের ভালবাসা পেয়েছি। আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনাদের জন্য জীবন দিতে চাই। এলাকার সেই ষড়ষন্ত্র কারীর পরাজয় হবে ইনশাল্লাহ। আমি একজন প্রকৃত সেবক হতে চাই। অসহায় মানুষের সেবক হতে চাই।
উত্তর চরম্বা নতুন পাড়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মামুনুর রশিদ বলেছেন, জসিম মেম্বার একজন দক্ষ জনপ্রতিনিধি। জসিম ভাইকে কোনদিন অন্যায় করতে দেখিনি।তার অনেক সাহস রয়েছে। সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকেন।
মাওলানা নুরুল ইসলাম বলেছেন, জসিম উদ্দিন বিগত পাঁচ বছরের আমাদেরকে সেবা দিয়েছেন। কোনদিন তাকে অন্যায় করতে দেখিনি। যেকোন অপরাধের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছেন। বিচার-শালিশের সময় তিনি অন্যায় করতে দেখিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বিচার করতে গিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়েছেন। আমাদের এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন ধরণের উন্নয়ন করেছেন। আমার ভাই জসিম ভাইকে পুণরায় মেম্বার পদে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এলাকায় জসিম ভাই আবার হলে রাস্তাঘাট আর বেহাল থাকবে না। তাই পুণরায় আমরা জসিম ভাইকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
নতুন পাড়ার কৃতি সন্তান হাজি বশির আহমদ বলেছেন,অপরাধীদের কোন মেম্বার চাইনা । আমরা চাই একজন যোগ্য জনপ্রতিনিধি। জসিম উদ্দিনকে আমরা পুণরায় মেম্বার হিসেবে পেতে চাই।
হাজি বশির আহমদ বলেন, জসিম বাবাজির হাছিয়ত বেশী ভালা, ইবা বেশী ভালা, ইবারে আগামী বারত মেম্বার হিসেবে আরা চাই।
জনসভায় উপস্হিত ছিলেন ব্যাংকার খোরশেদ আলম, মাওলানা আমিনুল ইসলাম, বানোয়ার পাড়ার কৃতি সন্তান মুহাম্মদ ইসমাঈল সওদাগর, উত্তর চরম্বা নতুন পাড়ার কৃতি সন্তান রিদুওয়ানুল করিম ইরফান,বানোয়ার পাড়ার কৃতি সন্তান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ নোমান, চরম্বা মজিদার পাড়ার কৃতি সন্তান মুহাম্মদ হারুন, নতুন পাড়ার কৃতি সন্তান হাজি বশির আহমদ, নুরুল আমিন সওদাগর, হাজি বশির আহমদ, দেওয়ান আলী পাড়ার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ ফেরদৌস, হাফেজ শাহজাহান, মুহাম্মদ শফি।
প্রত্যেক পাড়া থেকে চরম্বার ৩নং ওয়ার্ডের সফল মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী কে সম্মাননা স্বারক প্রদান করেছেন।
চরম্বার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মুরুব্বী, যুবকসহ অনেক লোকজন উপস্হিত ছিলেন।
মতবিনিময় সভা জনসভায় পরিণত হয়েছে।